BJP News: 'SIR না হলে বাংলায় বিধানসভা ভোট করতে দেব না', হুঙ্কার শ্রীরূপা মিত্র চৌধুরীর ABP Ananda LIVE
ABP Ananda LIVE: SIR না হলে এ রাজ্যে বিধানসভা ভোট করতে দেব না, হুঙ্কার বিজেপি বিধায়কের । দিল্লিতে আগুন জ্বলবে, কমিশনের দফতরে ধর্নায় বসবো' । 'পুলিশ না সেনা, জানি না কমিশন কীভাবে এ রাজ্যে SIR করবে' । 'SIR না হলে বাংলায় বিধানসভা ভোট করতে দেব না' । হুঙ্কার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর । বাংলায় SIR করার দায়িত্ব নির্বাচন কমিশনের' । প্রতিটা বুথে ১০০-২০০র বেশি মৃত ভোটার, অনুপ্রবেশ বাড়ছে' । বাংলায় SIR চাই, দাবি বিজেপি বিধায়কের
আরও খবর...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় অভিযুক্ত ২ জনের বিরুদ্ধেই চার্জশিট CBI-এর। গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যরও। নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর। তাঁদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই।




















