Suvendu Adhikari: দিকে দিকে সিদ্ধিদাতার আরাধনা, নন্দীগ্রামে গণেশ পুজোয় শুভেন্দু
ABP Ananda LIVE: বুধবার গণেশ পুজো। দিকে দিকে সিদ্ধিদাতার আরাধনা। নন্দীগ্রামে গণেশ পুজোয় শুভেন্দু।
এবার কোন কোন পুজো কমিটি অনুদান পাবে না, স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট
এ বছর কোন কোন পুজো কমিটি পেতে পারে সরকারি অনুদান, কারা পাবে না, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজো অনুদান সংক্রান্ত একটি মামলায় আদালত জানিয়ে দিল, যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবেন। অন্যরা নয়। পুজো অনুদান মামলায় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতির নির্দেশ, যাঁরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেন়নি, তাঁরা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন। অর্থাৎ যে সব পুজো কমিটিগুলি গত বছর অনুদান নিয়েছে, অথচ খরচের হিসেবনিকেশ দেয়নি, তারা এবার আর অনুদান পাবেন না। বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতে কোনও বাধা নেই।


















