Sukanta Majumdar : 'SIR হবেই, দম থাকলে আটকাক। লুঠেরাদের বিক্ষোভ', নিশানা সুকান্তর
ABP Ananda Live: দমদম স্টেশনে তুমুল উত্তেজনা। দমদমে নতুন এসি লোকাল আসার পরই উত্তেজনা।সুকান্ত মজুমদারকে দেখে স্লোগান তৃণমূলের। এসি লোকালের উদ্বোধনের পরই তপ্ত পরিস্থিতি।তৃণমূল-বিজেপি স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা। তৃণমূল-বিজেপি সমর্থদের মধ্যে ধস্তাধস্তি।বিক্ষোভ দেখিয়েছে লুঠেরা সরব সুকান্ত মজুমদার। SIR-এর ভয়ে থরহরিকম্প তৃণমূলকে নিশানা সুকান্তর।
WB News Live: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী, পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত
নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী। আহত কনস্টেবল, ASI, হোমগার্ড-সহ ৫ পুলিশকর্মী। আহত ৩ পুলিশকর্মী SSKM-এ চিকিৎসাধীন। আহত ASI জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল। আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার, কনস্টেবল মিঠুন ঘোষ। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত। বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধেও FIR করতে চলেছে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। আরও ৬টি মামলা রুজুর পথে পুলিশ, লালবাজার সূত্রে দাবি। নবান্ন অভিযানের একাধিক ভিডিও প্রকাশ পুলিশের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি।




















