Ananda Sakal ii: কলকাতার দরজায় বারুদের ভাণ্ডার, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! Bangla News
কলকাতার দরজায় বারুদের ভাণ্ডার। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে বোমার কারখানার হদিশ! উদ্ধার প্রচুর বোমার মশলা, সরঞ্জাম। উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত বলে পুলিশ সূত্রে দাবি। বোমা কারখানার মালিক ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া মশলা থেকে অন্তত ৫০০টি অত্যাধুনিক বোমা তৈরি করা যেত। স্টোনচিপস, লোহার টুকরো বোমার স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হত বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে, একটি পাইপগান, ১১ কেজি বারুদ, ৩ সকেট বোমা, ১টি বোমা, আড়াই কেজি হলুদ কালার পাউডার , আড়াই কেজি সাদা কালার পাউডার, আড়াই কেজি আয়রন প্লেট, ৪টি সকেট বোমার খোলা, ৩ ফুটের আয়রন পাইপ, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ।



















