Bratya Basu: বিধানসভায় মেডিক্য়ালের প্রবেশিকা ফের রাজ্য়ের হাতে ফেরানোর দাবি ব্রাত্য় বসুর
ABP Ananda Live: সংসদের পর নিট-কাণ্ডের আঁচ এবার বিধানসভাতেও। বুধবার বিধানসভায় নিট নিয়ে সরকারের তরফে একটি প্রস্তাব পেশ করা হয়। তা নিয়ে বক্তব্য় রাখতে গিয়ে, মেডিক্য়ালের প্রবেশিকা ফের রাজ্য়ের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। যার প্রেক্ষিতে, পাল্টা রাজ্য়ের শিক্ষা দুর্নীতি নিয়ে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
মেডিক্য়ালের সর্বভারতীয় প্রবেশিকা NEET UG-তে, প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় এখনও থামেনি। DMK-কংগ্রেস শাসিত তামিলনাড়ু এবং বাম শাসিত কেরলের বিধানসভায় ইতিমধ্য়েই পাস হয়েছে NEET সংক্রান্ত প্রস্তাব। এবার সেই তালিকায় নাম লেখাল পশ্চিমবঙ্গও। বুধবার সরকারের তরফে বিধানসভায় নিট নিয়ে একটি প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। তা নিয়ে বক্তব্য় রাখতে গিয়ে, মেডিক্য়ালের প্রবেশিকা নেওয়ার ভার, ফের রাজ্য়ের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।
পাল্টা এ রাজ্য়ের শিক্ষা দুর্নীতি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারি, তাঁর ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি। বিরোধীরা এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি চায়নি। আলোচনার পর প্রস্তাব পাস হয়ে যায়।