Buddhadeb Bhattacharjee: পার্টিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য: বৃন্দা কারাত
ABP Ananda Live: 'আমরা জানতাম ওনার শরীর খারাপ। দলের সংগঠন থেকে শুরু করে যুব আন্দোলন পার্টিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য । ছেলে-মেয়েরা পড়াশনা করে কী ভাবে চাকরি পাবে ? সেই নিয়ে তিনি সবসময় ভাবতেন। পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং গরিব মানুষের জন্য অনেক কিছু করেছেন। এবং তিনি সব সময় পচিমবঙ্গের মানুষের কথা ভাবতেন', প্রয়াত বুদ্ধবাবু প্রসঙ্গে মন্তব্য বৃন্দা কারাতের ।
আরও খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। এগারোটা থেকে সাড়ে এগারোটা, বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে চারটে পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল ৪টে নাগাদ শিয়ালদার NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান। বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ দান করা হবে চিকিৎসার গবেষণার কাজে। গতকাল পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার আগে তাঁর মরণোত্তর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়।