High Court: বিচারপতিকে অবমাননা ও আইনজীবীদের উপর বিক্ষোভের ঘটনায় কুণাল ঘোষ সহ ৮জনের বিরুদ্ধে রুল জারি
ABP Ananda LIVE : বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের উপর বিক্ষোভের ঘটনায় এবার কুণাল ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। নির্ধারিত সময়ে হলফনামা জমা না দেওয়ায় বিরক্ত আদালত। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি।
যারা উস্কাচ্ছে, তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে : মুখ্যমন্ত্রী
শিক্ষা দুর্নীতির দায় সমপূর্ণভাবে বিরোধীদের ঘাড়ে ঠেলে দিলেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'যারা উস্কাচ্ছে, তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য় যায়নি।' পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় টাকা খেয়েছেন, তার দায় বিরোধীদের? মোটা অঙ্কের বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি হল, তার দায় বিরোধীদের? আর এই দুর্নীতি চক্রের মধ্য়ে পড়ে অসহায় করুণ অবস্থা চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে আন্দোলনে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। পরবর্তীকালে সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।



















