RG Kar News: আর জি কর মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে, নিহত চিকিৎসকের পরিবারের, নতুন করে তদন্তের আবেদন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'যেহেতু এই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই পরিবারের করা মামলার শুনানি সেখানেই হওয়া উচিত'। এমনই মত প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'আদালতের লড়াই যে কঠিন, তা জানি', প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের পরিবারের। অন্যদিকে, TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে এদিন CBI-কে নিশানা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাকে 'নতুন নাটক' বলে কটাক্ষ করেছে নিহত চিকিৎসকের পরিবার।
ভয় যেমন সংক্রামক,সাহস তেমনি সংক্রামক,বললেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য
ভয় যেমন সংক্রামক, সাহস তেমনি সংক্রামক। সাহস যৌক্তিকতার উপর দাঁড়িয়ে থাকলে সবাই পাশে দাঁড়ায়। শাসকের সঙ্গে আপসহীন সংঘাতের রাস্তায় হেঁটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়ার পর বললেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৯৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। প্রতিষ্ঠা দিবসে, পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে নিশানা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বঙ্গবাসী কলেজের টিএমসিপি নেতা সুকান্ত চক্রবর্তী বলেন, "তিনি কার ইন্ধনে, কার মদতে এই ধরনের বক্তব্যগুলো রাখছেন বা সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটা বোঝার আর অবকাশ রাখে না।" পাল্টা স্বশাসনের পাঠ মনে করিয়ে, উপাচার্যও বলেন, "বিশ্ববিদ্যালয় হতে হবে স্বশাসিত, বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে স্বশাসন। নেতৃত্বে যে থাকবে তাঁকে হতে হবে স্বাধীনচেতা।

















