Calcutta High Court: 'মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন', পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের
ABP Ananda LIVE: 'মাধ্যমিক(Madhyamik Exam) শুরু হওয়ার আগে গ্রেফতার করুন'। নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব (Narendrapur Incident), পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের (High Court)। স্কুলে ঢুকে শিক্ষকদের মার, ৪দিন পরেও মূল অভিযুক্তরা অধরা! হাইকোর্টের ডেডলাইন পার, তাও অধরা এফআইআরে থাকা ৫০ অভিযুক্ত! 'আমরা তল্লাশি চালিয়েছি, কিন্তু সবাই পালিয়ে গিয়েছে'। স্কুলে হামলা, হাইকোর্টে সওয়াল নরেন্দ্রপুর থানার আইসি। আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে, কোর্টে জানালেন পুলিশ সুপার। কিন্তু কোথায় তৃণমূল নেতা, কর্মী-সহ এফআইআরে (FIR)থাকা ৫০ জন? 'আমার বদলির নির্দেশ চলে এসেছে, কাল-পরশু অন্য আধিকারিক আসছেন'। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের মামলায় বললেন নরেন্দ্রপুর থানার আইসি। 'সুপারের সঙ্গে কথা বলুন, তদন্তে কিছুটা অগ্রগতি হওয়া পর্যন্ত যেন আপনাকে রেখে দেওয়া হয়'। নরেন্দ্রপুর থানার আইসির বদলি নিয়ে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biwajit Basu)। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি! এটা কীভাবে সম্ভব?' স্কুল শিক্ষা দফতরের সহ-অধিকর্তাদের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। দুই সহ-অধিকর্তা তপন কুমার সিন্হা ও অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি।