Canning News: ক্যানিংয়ে লজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, নির্যাতনের অভিযোগ। ABP Ananda Live
ABP Ananda Live: ক্যানিংয়ে লজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। পলাতক সঙ্গীর খোঁজে পুলিশের তল্লাশি।
ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনভাবে দু'নম্বর লাইনে চলে আসে। লাইনচ্য়ুত হয় এক্সপ্রেসের পাঁচটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়হত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।
গ্রুপ ডি ঐক্য মঞ্চকে নবান্ন বাস স্ট্যান্ডের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসার নির্দেশ । ১১ থেকে ১৩ নভেম্বর মন্দিরতলায় মঞ্চ গড়ার বিকল্প জায়গা দিল হাইকোর্ট । ধর্না থেকে ৫ জন স্মারকলিপি নিয়ে মুখ্যসচিবের কাছে যেতে পারবেন বলেও নির্দেশ বিচারপতির। শহরের কোন কোন জায়গায় ধর্নায় বসা যাবে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিক সরকার, পরামর্শ আদালতের।
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite... I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/891b583969c37f339bbe943f326a51931739462383174894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge : চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বজবজে তুলকালাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/49f63b7559f9a6ae39e15bd3cbc006871739456381817535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge News: সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম। ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা।গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f3138643ac22fd8439fd5bb3911787a41739455788500535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Abhishek on Fake Voter : অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ বাড়াচ্ছে উদ্বেগ। '২৬-এর ভোটের আগে সরব অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/24d62736aac84474b84f13a9b876b0e01739455402457535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)