CBSE Exam: একইদিনে CBSE বোর্ডের দ্বাদশ, জয়েন্ট এন্ট্রান্স মেন, বাড়ছে পড়ুয়াদের উদ্বেগ
ABP Ananda LIVE: একইদিনে CBSE বোর্ডের দ্বাদশের পরীক্ষা, অন্য়দিকে, জয়েন্ট এন্ট্রান্স মেন। একই দিনে ২ পরীক্ষা পড়ায় চিন্তায় পড়েছে পড়ুয়ারা। যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, যাদের সমস্য়া হবে, তারা সরাসরি NTA-কে মেল করে জানাতে পারবে। সেক্ষেত্রে সেই প়ড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে।
'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দুরা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপকে', বলছেন TMC বিধায়ক
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।





















