Ration Scam : রেশন দুর্নীতি মামলার তল্লাশিতে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য দাবি কেন্দ্রীয় এজেন্সির
ABP Ananda LIVE: বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর, ED সূত্রে দাবি, কেন্দ্রের অধীনস্থ FCI-এর পাঠানো গমের ২০ থেকে ৩০ শতাংশর হিসেবে ব্য়াপক গরমিল হয়েছে। অভিযোগ, বাকিবুরের গমকলে, গম ভাঙানোর পর, তৈরি হওয়া আটার বেশ খানিকটা অংশ গ্রাহকদের কাছে না গিয়ে, সরাসরি বিক্রি হয়ে গেছে খোলা বাজারে! কীভাবে বিছানো হয়েছিল এই দুর্নীতির জাল? করোনার সময়ে রেশনে গমের বদলে আটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেইমতো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ FCI গোডাউন থেকে গম বিভিন্ন গমকলে পাঠানো হত। ইডি সূত্রে দাবি, সেটাকেই কাজে লাগিয়েছিলেন বাকিবুর রহমান। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, বাকিবুর রহমানের সঙ্গে একাধিক ডিস্ট্রিবিউটারদের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।



















