Budge Budge: বজবজে বোমাবাজি-গুলি, ৩ দিন পরও এখনও অধরা বাকি অভিযুক্তরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বজবজে বোমাবাজি-গুলি, ৩ দিন পরও এখনও অধরা বাকি অভিযুক্তরা । ৪৩ জনের বিরুদ্ধে FIR হলেও গ্রেফতারির সংখ্যা সেই ৮ । FIR-এ নাম থাকা তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য়ও অধরা । এখনও সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ । বজবজে বোমাবাজি-গুলি, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা । কাদের সঙ্গে কাদের সংঘর্ষ, উল্লেখ নেই পুলিশের স্বতঃপ্রণোদিত FIR-এ । পুরনো কোনও বিবাদ থেকেই সংঘর্ষ, দাবি পুলিশ সূত্রে
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ !
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ ! বজবজে বোমাবাজির পর ক্যানিংয়ে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার । ক্যানিংয়ের জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার । 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডবল ব্যারেল বন্দুকও উদ্ধার। কলকাতা থেকে অস্ত্র-গুলি নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সূত্রে খবর।


















