Mamata Banerjee: WBPS অফিসারদের জন্য বাড়তি ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
WBCS-এর মতো এবার WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মদক্ষতার জন্যই বাংলাপ পুলিশ অফিসারদের এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কিছু ঘটলে, সবকিছুই পুলিশের উপর গিয়ে পড়ে। অথচ তাঁদের জন্য সে ভাবে কিছু ভাবা হয় না। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথায় এ বার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বার থেকে এসডিপিও পদাধিকারী মাসে ২ হাজার টাকা এবং অতিরিক্ত এসপি ২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। এতদিন উর্দির জন্য ২০০ টাকা বরাদ্দ ছিল, তা এ বার বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হল। নতুন করে আরও ২০০ জন WBCS এবং ২০০ জন WBPS অফিসার নেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)