Mamata Banerjee: 'DVC-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব', কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী? ABP Ananda Live
পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পাঁশকুড়ার পর উদয়নারাণপুরের বন্যা পরিস্থিতি দেখতে গেলেন মমতা। বন্যা পরিস্থিতির জন্য ফের কেন্দ্র ও DVC-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। 'DVC-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব, বারবার অন্য রাজ্যের ছাড়া জলে রাজ্য প্লাবিত। কখনও ঝাড়খণ্ড, বিহার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গ প্লাবিত। কেন্দ্র উদাসীন, রাজ্যকে বিপদে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে', বন্যাদুর্গত পাঁশকুড়া ও উদয়নারায়ণপুরে গিয়ে কেন্দ্র ও DVC-কে দুষলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে 'ফটো সেশন' বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরও সমস্যা হচ্ছে মানুষের, একইসঙ্গে প্রশাসনও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে, নিজের সরকারের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, আজও পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, এই পুলিশ কর্মীরা ত্রাণের কাজে লাগতে পারতেন। মানুষের ক্ষোভের ভয়েই কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়? এইসব এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি ও অক্ষমতা শুনতে শুনতে ক্লান্ত', সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।