![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chok Bhanga Chota: চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন, সরকারের ভূমিকায় প্রশ্ন
RG Kar News: অনিকেত, অলোকের পর এবার অসুস্থ অনুষ্টুপ। ৮ দিনে পড়েছে অনশন, অসুস্থ আরও একজন জুনিয়র চিকিৎসক। অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে। সেখানে সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। শনিবার রাত ১০.৩০টা নাগাদ অনুষ্টুপের পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। এরপর রাত ১১টা নাগাদ অ্যাম্বুল্যান্সে অনুষ্টুপকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যালে। অনুষ্টুপকে ভর্তি করা হয় সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউ-এ। 'অনুষ্টুপের চিকিৎসায় কলকাতা মেডিক্যালে ৮ সদস্যের বোর্ড, রাখা হয়েছে সিসিইউতে, জানালেন কলকাতা মেডিক্যালের MSVP। অনুষ্টুপের শরীরের কোথা থেকে রক্তক্ষরণ, খতিয়ে দেখা হয়। অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধানের নেতৃত্বে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে শনিবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মারও শারীরিক অবস্থার অবনতি হয়। আলোক ভার্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইসিইউ-তে রাখা হয়েছে আলোক ভার্মাকে। কিটন বডি বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে লিভার এবং কিডনিতে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, হার্ট-রেট অনিয়মিত।
![Dilip Ghosh: 'এই টাকা লুঠের কারণ হল এটা বেহিসাবি টাকা', ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মন্তব্য দিলীপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/17/bc20c147d4497273e13dafe0f3689e291731785600259535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)