Mamata Banerjee: 'উত্তরবঙ্গে আগে কোনও উন্নয়ন হয়নি,আমরা কথা দিলে কথা রাখি', বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: 'কেন্দ্রের কাছে প্রচুর বকেয়া, আমি ম্যাজিশিয়ান নই', বললেন মুখ্যমন্ত্রী I 'উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে'। 'উত্তরবঙ্গে আগে কোনও উন্নয়ন হয়নি'।'আমরা কথা দিলে কথা রাখি'।'বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন ৪৮ লক্ষ মানুষ'।'বাংলার বাড়ি প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ উপকৃত হবেন'।ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী।উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বিজেপি বিধায়কের বিভাজন সওয়াল!
যার মুখে এযাবৎকাল পৃথক রাজ্যের কথা শোনা গিয়েছিল, সেই জন বার্লাই এখন বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে। যদিও তৃণমূলের পাল্লা ভারী হলেও, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই ফের সেই পৃথক উত্তরবঙ্গের সওয়াল? এদিকে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন, 'উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে।' যদিও মানতে নারাজ বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গবাসীর অবহেলার কথা শুনতে গিয়ে, একথা বলতে গিয়ে পৃথক রাজ্যের কথা বলতে শোনা গেল শঙ্করের মুখে। তবে পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, এমন দাবি অনেকেরই রয়েছে। তবে তাঁরা 'অখণ্ড বাংলা'-র পক্ষে।একটা সময় জন বার্লার এই পৃথক রাজ্যের দাবি তোলাতে কম হইচই হয়নি। একুশ সালের আশেপাশে এনিয়ে রীতিমত জলঘোলা হয় দলের অন্দরে ও বাইরে। এমনকি সেসময় অশান্তি মেটাতে তৎকালীন রাজ্যপাল উত্তরবঙ্গ সফরেও গিয়েছিলেন। হয়েছিল বৈঠক। রাজ্যের শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছিল সৌমিত্র খাঁ এবং এই জন বার্লাকেই। তবে জন বার্লার ফুল বদল হলেও সেই ছায়া সরেনি। এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিন তাই ফের পুরনো ইস্যু দিল নাড়াচাড়া। এদিন ফের বিজেপি বিধায়কের বিভাজন সওয়াল!'আলাদা রাজ্য হোক উত্তরবঙ্গ, এটা অনেকেই চায়, এটা বাস্তব একে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা অখণ্ড বাংলার পক্ষে।' পৃথক উত্তরবঙ্গের বিতর্ক উস্কে এবার সরব আরেক বিজেপি বিধায়ক।



















