Mamata Banerjee: নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা, সোমবার বোলপুরে পদযাত্রা
ABP Ananda LIVE : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। সোমবার বোলপুরে পদযাত্রা।
কলকাতায় জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস ! লেকটাউন-এন্টালি থেকে গ্রেফতার ৪
কলকাতায় জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস। আর্থিক প্রতারণা চক্রে বন্দর এলাকা থেকে গ্রেফতার ৪। ধৃতরা এন্টালি ও লেকটাউনের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। জামতাড়ায় বসেই চলেছে আর্থিক প্রতারণার চক্র, খবর পুলিশ সূত্রে। লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪। বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট তৈরির অভিযোগ। কাস্টমার কেয়ারের নম্বর তৈরি করে চলত প্রতারণা, খবর পুলিশ সূত্রে। কাস্টমার কেয়ারের নম্বরে কেউ অভিযোগ জানালে তারপর পাঠানো হত লিঙ্ক, খবর সূত্রের। লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হত টাকা, খবর পুলিশ সূত্রে। বন্দর এলাকায় ধৃত ২ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ও গার্ডেনরিচ থানা। এর আগেও একাধিক সাইবার প্রতারণায় বারংবার উঠে এসেছে জামতাড়া গ্যাংয়ের নাম। এই জামতাড়া গ্যাং যে সক্রিয় ছিল তার হদিশও ছিল পুলিশের কাছে। এবার জানা গিয়েছে, কলকাতা এবং জামতাড়ায় বসে প্রতারণা চক্র চালাচ্ছিল প্রতারকরা। যে ৪ জন গ্রেফতার হয়েছে তারা ছাড়া আর কারা এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত তা জানা যাবে তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে। এর আগেও কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে যে জামতাড়া থেকে ফোন আসত কলকাতায়। অর্থাৎ ২ জায়গাতেই সক্রিয় ছিল জামতাড়া গ্যাং।


















