Mamata on Hawker : 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে', মন্তব্য মমতার
ABP Ananda Live : বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে । বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে । হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক । হকার উচ্ছেদ লক্ষ্য নয় ।হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে । হকার ইউনিয়নগুলোর দেখা উচিত । এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে । একজন হকার একটিই জায়গা পাবেন । পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না । গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই । বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না । বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক । বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না ।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)