Viral Nandini's Hotel: 'আজ আছি, কাল নেই ; একটা মাপকাঠি থাকা দরকার'
'আজ নন্দিনীদি নন্দিনীদি (Nandini)করছে সবাই। কিন্তু যখন ভুলে যাবে, তখন নন্দিনীদির কী হবে !' কিছুদিন আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন, সম্প্রতি ভাইরাল (Viral) হয়ে যাওয়া মমতা গাঙ্গুলি (Mamata Ganguly)। আর ফুটপাথের হোটেল থেকে প্রায় প্রত্যেকের মুঠোফোনে তাঁকে যাঁরা ভাইরাল করেছেন, সেই ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের অনেকেই মানছেন, ভাইরাল বিষয়টি চিরস্থায়ী নয়। একইসঙ্গে নিজেদের উদ্দেশেই টেনে দিচ্ছেন অদৃশ্য সীমারেখা। দৌড় কতটা হওয়া উচিত কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) ? ভাইরাল যাঁকে করা হচ্ছে, তাঁকে নিয়ে ঠিক কতটা যাওয়া উচিত। ততটা, যাতে সংশ্লিষ্ট ব্যক্তির ভাইরাল-হাইপে পরবর্তী জীবনটা দুর্বিষহ হয়ে না ওঠে। এই যেমন নন্দিনীর কাছে সুদূর বাংলাদেশ (Banglasdesh)থেকে চলে আসা জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর মানছেন, 'কেউ কেউ আসেন ঝামেলা পাকাতে'। বলছেন, দায়িত্ব আছে কনটেন্ট যাঁরা বানান তাঁদেরও। যাঁরা আপনার কনটেন্ট, ভাইরাল কনটেন্ট প্রতি মুহূ্র্তে দেখছেন, 'তাঁরা যেন মিসগাইডেড না হন'। তাই...
![BJP News: প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলায় ধৃত একজনের নামে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল NIA](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/710cf01e3e731e485f58410738b715e51739514449230968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata Book Fair: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কলমে ফুটে উঠল সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/6ab10f5581577e5a99b71fc32ec341b41739514170511968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Crime News:পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/0e735db32a470e485e2078df0110a9731739513163853968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: মালদায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকার মাদক | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/2d701bea1b926debd5ce2f9c21f2b59f1739512932782968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: গড়ফায় বাড়ির সামনে তরুণীর শ্লীলতাহানি। পুলিশের সামনেই অ্যাসিড হামলার হুমকির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/43799ebea4b92b5b7a570160be3926451739512613508968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)