Cooch Behar News: ট্রাক মালিক সমিতির জমি প্রভাব খাটিয়ে বিক্রি করার অভিযোগ! ABP Ananda Live
ABP Ananda Live: কোচবিহারে ট্রাক মালিক সমিতির জমি, প্রভাব খাটিয়ে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। আর এবার তাই আদালতে CBI তদন্তের দাবি জানাল অভিযোগকারীরা।
জমি ট্রাক মালিক সমিতির। অথচ তৃণমূলের ব্লক সভাপতি তা বেআইনিভাবে হস্তান্তর করে দিয়েছেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। পুলিশের দ্বারস্থ হয়ে, ২ বছরেও কারও শাস্তি হয়নি বলে অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখেই আদালতে CBI তদন্তের দাবি জানাল অভিযোগকারীরা। এই ঘটনা, কোচবিহারের দুর্গাবাড়ি এলাকার। অভিযোগ, এখানেই একটি জমি ছিল ট্রাক মালিক সমিতির নামে। ২০২১ সালে সেই জমি বিক্রি করে দেন কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি সজল সরকার সহ কয়েকজন।
ট্রাক মালিক সমিতির কর্মীদের একাংশের দাবি, তাঁদের অফিস রয়েছে খাগড়াবাড়িতে। ২০২১ সালে এই ঘটনার আগে থেকেই, সমিতির কর্মকর্তা সজল সরকার। যিনি আবার এই অঞ্চলের তৃণমূলের সভাপতি। অভিযোগ সেই সময়, প্রভাব খাটিয়ে এই জমি বিক্রি করে দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি।
সেই বছরই, কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় সমিতির পক্ষ থেকে। অভিযোগ, তারপরেও পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। এরপরই চলতি মাসে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে অভিযোগকারীরা। আদালতে CBI তদন্তের দাবি জানান তাঁরা।