Coochbehar News: বিজেপি প্রধানের নামে পড়ল নিখোঁজ-পোস্টার, উঠল পদত্যাগের দাবি
তুফানগঞ্জে অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের নামে পড়ল নিখোঁজ-পোস্টার। উঠল পদত্যাগের দাবি। বিজেপির অভিযোগ, ক্ষমতা দখল করার জন্য প্রধানের পদত্যাগ চেয়ে ছাত্রছাত্রী মঞ্চের নামে পোস্টার দিয়েছে তৃণমূল। পোস্টার-যোগ অস্বীকার করলেও, প্রধানের পদত্যাগের দাবিকে সমর্থন জানিয়েছে তৃণমূল।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি পঞ্চায়েত প্রধানের নামে পড়ল নিখোঁজ-পোস্টার। অভিযোগ, অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ননীবালা বর্মনের দেখা না মেলায়, কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের শংসাপত্র পাচ্ছেন না পড়ুয়ারা। তাই প্রধানের পদত্যাগ চেয়ে ছাত্রছাত্রী মঞ্চের নামে নিখোঁজ-পোস্টার পড়েছে। বিজেপি প্রধানের দাবি, বহিরাগতদের বাধায় তিনি পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না, বাড়িতে বসে কাজ করছেন। বিজেপির তরফে পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। পোস্টার-যোগ অস্বীকার করলেও, প্রধানের পদত্যাগের দাবিকে সমর্থন জানিয়েছে তৃণমূল।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)