Cooperative Bank: সমবায় ব্যাঙ্কের বোর্ড গঠনেও দ্বন্দ্ব, হস্তক্ষেপ করতে হল মমতাকে! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সমবায় ব্যাঙ্কের বোর্ড গঠনেও দ্বন্দ্ব, হস্তক্ষেপ করতে হল মমতাকে! সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কে, এবার ঠিক করবেন নেত্রী । কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড গঠনও তৃণমূল বনাম তৃণমূল! দলের প্যানেলের বাইরে কাউকে মনোনয়ন নয়' । 'দলীয় প্যানেলের বাইরে মনোনয়ন দিলে, প্রত্যাহার করতে হবে' । সুব্রত বক্সীর ফোন থেকে পূর্ব মেদিনীপুর নেতৃত্বকে কড়া বার্তা নেত্রীর: সূত্র । ভবানীপুরে পূর্ব মেদিনীপুরের নেতৃত্বকে নিয়ে তৃণমূলের বৈঠক । অখিল, উত্তম-সহ তৃণমূল বিধায়ককে নিয়ে সুব্রত বক্সীর বৈঠক
২৮ জানুয়ারি পরে সমবায় ব্যাঙ্কের বোর্ড নিয়ে সিদ্ধান্ত: তৃণমূল সূত্র । অখিল-উত্তম সংঘাতের মধ্যেই বিধায়ককের কড়া বার্তা তৃণমূলনেত্রীর
গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী
গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ২ আসামিকে জেলে ফেরানোর সময় হামলা চালানো হয়। গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর হাসপাতালে।
ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট। কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবারের ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছে পুলিশের একটি প্রিজন ভ্যান। সূত্রের দাবি, দরজা খুলতেই নেমে আসেন দুই পুলিশ কর্মী ও একজন আসামি। আর তারা নামামাত্রই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই পালিয়ে যায় আসামি। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা পুলিশকর্মীদের স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।



















