Corona Rules Violation: করোনা বিধি উড়িয়ে ময়নায় উল্টোরথ, রুখতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
করোনাকালে বিধিভঙ্গের ছবি পূর্ব মেদিনীপুরের ময়নায়। মাস্ক, শারীরিক দূরত্ব যাবতীয় বিধি তুড়ি মেরে উড়িয়ে উল্টোরথ ঘিরে উন্মাদনার ছবি ধরা পড়েছে ময়নায়। আর তা রুখতে গিয়ে খোদ পুলিশের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। করোনাকালে কার্যত লকডাউনে জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে রাজ্যে। তা উপেক্ষা করে মঙ্গলবার উল্টোরথ উপলক্ষে চিরঞ্জীবপুরের বিভিন্ন এলাকায় ডিজে বক্স নিয়ে শোভাযাত্রা বের করেন বাসিন্দারা। বিকেলের পর স্থানীয় একটি মাঠে একত্রিত হয়ে তারশ্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগ, গভীর রাত পর্যন্ত চলতে থাকে ডিজের শব্দতাণ্ডব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উৎসবে অংশগ্রহণকারীরা মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। অভিযোগ, আইনের রক্ষকদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়া হয়। বাঁশপেটা করা হয় উর্দিধারীদের। পুলিশের দাবি, ইট ও বাঁশের ঘায়ে তাদের ছয়জন কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।