Kalatan Dasgupta Bail: সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন। ABP Ananda Live
সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন। অডিও-কাণ্ডে গ্রেফতারির ৫দিন পর হাইকোর্টে জামিন ম়ঞ্জুর। কলতান দাশগুপ্তকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের।
'বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে, এমন কোনও মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ', নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের।
শুনানিতে সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারিতে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। 'ফোনের অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কী করে অডিও ক্লিপ পেলেন? তাঁর ক্ষেত্রে পুলিশ কী পদক্ষেপ করেছে? যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন?', পুলিশকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 'গত ৫ মাসে কলতান-সঞ্জীবের মধ্যে ১৭১ বার ফোনে কথা হয়েছে, ৬ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে কথা হয়েছে ৩৪ বার, এই ঘটনায় কলতান 'কৃষ্ণ' আর সঞ্জীব 'অর্জুনে'র ভূমিকা পালন করেছেন, মাথা ফাটানোর প্রশ্নের উত্তরেও কলতান না বলেননি', সাহেব, বাপ্পা দা ও দাদু'কে খুঁজে বের করতে কলতানকে জেরা প্রয়োজন, পাল্টা সওয়াল রাজ্যের। 'কলতান আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত, তাই বদনামের জন্য চক্রান্ত, সঞ্জীবের কাছে কিপ্যাড যুক্ত ফোন ছিল, ফলে কল রেকর্ড সম্ভব নয়, যদি অন্য কেউ করে থাকে, তদন্ত করে দেখা হোক, কলতান ফোন করেননি, তিনি ফোন ধরেছিলেন', সওয়াল কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।