Cyclone Remal Update:রেমালের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত ট্রেন-মেট্রো পরিষেবা | ABP Ananda LIVE
Remal Update: ঘূর্ণিঝড় রেমালের দাপটে (Cyclone Remal Update) বিপর্যস্ত জনজীবন। সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড তিলোত্তমা। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে গাছ। যার জেরে ব্য়াহত হয় যান চলাচল। এন্টালির পর এবার মৌসুনী দ্বীপ(Mousuni Island)। ঘূর্ণিঝড় রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল (Renuka Mandal)। জানা গিয়েছে, তিনি মৌসুনি দ্বীপের বাসিন্দা। গতকাল রাতে প্রবল বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের দাপটে গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল রেনুকা মণ্ডলের। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি দ্বীপে। রাত আটটা নাগাদ বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়লে চাপা পড়ে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আরও খবর, চালু হল বিমান পরিষেবা (Flight Service)। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল আজ সকাল ৯টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া। তবে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়। সেই কারণে আজ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
![আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫ I Minute, Infinite... I ২১ ও ২২ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/891b583969c37f339bbe943f326a51931739462383174894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge : চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বজবজে তুলকালাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/49f63b7559f9a6ae39e15bd3cbc006871739456381817535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge News: সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম। ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা।গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f3138643ac22fd8439fd5bb3911787a41739455788500535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Abhishek on Fake Voter : অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ বাড়াচ্ছে উদ্বেগ। '২৬-এর ভোটের আগে সরব অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/24d62736aac84474b84f13a9b876b0e01739455402457535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)