DA Protest: নবান্নর সামনে সরকারি কর্মচারীদের ডিএ-ধর্না সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট
ABP Ananda LIVE: নবান্নর সামনে থেকে সরকারি কর্মচারীদের ডিএ-ধর্না (DA Protest) সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট (High Court)। বড়দিনের উৎসবের কারণে ধর্নার সময়সীমা কমানোর নির্দেশ। আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division bench। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গতকালই শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি মান্থা। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল় আদালত। কাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, মন্তব্য প্রধান বিচারপতির। এতে আন্দোলনকারীরা খুশি নন, মধ্যরাত থেকে ধর্না চলছে, আদালতে জানাল রাজ্য। আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধর্না করুন, সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির।