Skin Care Book Release: শিশুদের চর্মরোগ বিষয়ে বই প্রকাশ করলেন চর্মরোগ বিশেষজ্ঞ সন্দীপন ধর
West Bengal News: শিশুদের বিভিন্ন চর্মরোগ সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের ধারণা পরিষ্কার করতে বই প্রকাশ করলেন, চর্মরোগ বিশেষজ্ঞ সন্দীপন ধর। বইটির নাম দেওয়া হয়েছে, 'শিশু ত্বক, অজানা কথা'। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন চিকিৎসক, অভিনেতা এবং গায়কদের উপস্থিতিতে প্রকাশ করা হয় বইটি।
কোনও শিশুর জন্মের পর থেকেই তাঁকে নিয়ে যত চিন্তা শুরু বাবা মায়ের। বাচ্চার সামান্য় জ্বর হলেই, চিন্তায় রাতের ঘুম উড়ে যায় তাঁদের, তবে জন্মের পর থেকে জ্বর, সর্দি-কাশি ছাড়াও বিভিন্ন সময়ে ত্বকের বিভিন্ন রকম সমস্য়া দেখা যায় শিশুদের। অনেক সময় তা না বুঝতে পারেন না বাবা মায়েরা। এই ধরনের সমস্য়া সমাধানে এবং শিশুদের ত্বকের বিভিন্ন সমস্য়া সম্পর্কে ধারণা পরিষ্কার করতে, বই প্রকাশ করলেন চর্মরোগ বিশেষজ্ঞ সন্দীপন ধর।
বৃহস্পতিবার, অভিনেতা টোটা রায় চৌধুরী, গায়ক রূপঙ্কর বাগচীদের উপস্থিতিতেই বইটি প্রকাশ করেন তিনি। বইটির নাম দেওয়া হয়েছে, 'শিশু ত্বক, অজানা কথা'। এই বইতে শিশুদের বিভিন্ন চর্মরোগ সংক্রান্ত বিষয়ে বিশদে লেখা হয়েছে। পাশাপাশি সেই সব ত্বকের সমস্য়ার ক্ষেত্রে অভিভাবকদের কী করা উচিত তা সম্পর্কেও লেখা হয়েছে সবিস্তারে।