Mamata Banerjee: উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা, আহত ২
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে (Dhana Dhanya Auditorium) ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা । এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হল গুরুতর আহত ২জনকে।
বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন শাসক বিধায়ক। বিধানসভার অলিন্দে শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়।
পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের রোষের মুখে বিরোধী দলনেতা। শুভেন্দুর পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে সরব হন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টার অভিযোগ শুভেন্দুর । চিঠি দিয়ে বিধানসভার স্পিকারকে নালিশ বিরোধী দলনেতার। অভিযোগ জানাতে বিধানসভার অধ্যক্ষের ঘরে গেলেন বিজেপি বিধায়করা। নিগ্রহের চেষ্টার অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের ।



















