Dilip Ghosh Marriage News: জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ
ABP Ananda Live: তবে এত রাজনীতির হাওয়া গরম, এত তরজার মধ্যে, একটা অন্যরকম খবরও আছে। বলতে পারেন, শুভপরিণয়ের সুসংবাদ। রাজ্য বিজেপির দাপুটে নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনিতেই শিরোনামে আসেন তাঁর গরম গরম ভাষণের জন্য। সেই তিনিই এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী হলেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিংকু মজুমদার। সামনের বছর ভোটে কাদের নতুন ইনিংস শুরু হবে আমরা জানি না, কিন্তু জীবনের নতুন ইনিংসের জন্য দিলীপদাকে অনেক-অনেক অভিনন্দন।
জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় এবার মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল হামলার অন্যতম পাণ্ডাকে। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টায় সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ভাঙচুর করেছিল ধৃত ইনজামুল হক। এই নিয়ে জো়ড়া খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এদিকে আজই, তথ্যপ্রমাণ সংগ্রহে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আতঙ্কের জাফরাবাদে গেল রাজ্য পুলিশের SIT। যদিও NIA তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিবার।



















