Dilip Ghosh: আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, নিজে থেকে আসিনি: দিলীপ ঘোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য বিজেপির ব্য়াটন শমীকের হাতে, 'দার্শনিক' দিলীপ । 'আমার রাজনৈতিক ভবিষ্যৎ দল ঠিক করবে' । ভগবানের খাতায় লেখা আছে' 'আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি' 'দল চেয়েছে তাই আমি এসেছি' । আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে' । 'দল যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব' । আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না', বললেন দিলীপ ঘোষ
আরও খবর...
কসবা গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে, কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। SFI-এর কটাক্ষ, ইউনিয়ন রুমে তৃণমূলের স্বঘোষিত ছাত্রনেতারা, দাদাগিরি করছে, টাকা রোজগার করছে। পাল্টা TMCP -র রাজ্য সভাপতির দাবি - ইউনিয়ন রুম কখনও রাজনৈতিক দলের হয় না।



















