District News: দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনায় খোলা হয়েছে ৪২টি ত্রাণ শিবির । Bangla News
দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। বিশেষ নজর দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana)। খোলা হয়েছে ৪২টি ত্রাণ শিবির। ১১৫টি সাইক্লোন সেন্টার (Cyclone Center)। দক্ষিণ ২৪ পরগনায় উপকূলবর্তী এলাকা থেকে ১৪ হাজার ৩৭৫ সরানো হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার। চলছে নজরদারি। খালি করা হয়েছে দিঘার (Digha) সমুদ্র সৈকত। প্রস্তুত এনডিআরএফ-এর (NDRF) টিম।
জাওয়াদের (Jawad) আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে হুগলি (Hooghly) জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ফলে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) ও নদীয়ার (Nadia) একাংশের সঙ্গে হুগলির জলপথের যোগাযোগ বন্ধ থাকবে।
রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে হুগলি (Hooghly) জেলার আলুচাষিদের। আলুর বীজ বোনার সময় বেশি বৃষ্টি হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।