![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Apollo Hospital: কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা পাড়ি দিচ্ছেন পশ্চিম ও দক্ষিণ ভারতে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চিকিৎসার ক্ষেত্রে বাঙালির দাক্ষিণাত্য প্রীতি আজকের নয়৷ এবার তারই উলটপুরাণ। কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা পাড়ি দিচ্ছেন পশ্চিম ও দক্ষিণ ভারতে। শুরুটা পুনেতে হলেও, আগামী দিনে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটলস্-এর চিকিৎসকদের।
এবার স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স স্থগিত। প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। কবে ফের NEET-PG এন্ট্রান্স, পরে জানানো হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে পরীক্ষা হবে, তা দ্রুত জানানো হবে।
শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, NEET-PG বাতিল স্থগিত করা হল। রবিবারই পরীক্ষা ছিল। পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্রুতই পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অতি সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ভাবে NEET-PG স্থগিত করা হল বলে জানিয়েছে কেন্দ্র।
![Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ! শীতেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/07/8d1eda64125d09302f7b998f67c8db4f1733581709187894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)