Durga Puja 2025: সপ্তমী রাতে দুর্গাপুর শঙ্করপুর সর্বজনীনের পুজোয় হাজির বিজেপি নেতা সৌমিত্র খাঁ
ABP Ananda LIVE : আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া।
মহাষ্টমীর ঝকঝকে রোদের মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি, ৮ জেলা ঢাকতে পারে কালো মেঘে
এখনও পর্যন্ত ঝকঝকে আকাশ। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে ভাসছে পুজোর আনন্দ। উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যাম্বে উপসাগর এবং এর আশেপাশের এলাকা থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ গুজরাট, বিদর্ভ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, উ ত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ জুড়ে বিস্তৃত একটি সিস্টেম। অন্যদিকে আজ ৩০ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরে একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১ অক্টোবর , নবমীর দিন উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পুজো কাটলেই ২-৫ অক্টোবর পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


















