RG Kar Doctors Protest: আগামীকাল রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের | ABP Ananda LIVE
RG Kar Doctor's Death: আগামীকাল রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি হাসপাতালে ওপিডি বন্ধের ডাক সিনিয়র ডাক্তারদের। আগামীকাল ওপিডি বন্ধের ডাক রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। আর জি কর কাণ্ডের পর নড়েচড়ে বসল জাতীয় মেডিক্যাল কমিশন। 'ডাক্তারি ছাত্রদের উপরে হিংসার ঘটনা ঘটলেই FIR, FIR দায়ের করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ', ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লিতে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ। ABP Ananda LIVE
হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে CBI, টালা থানায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী দল। আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন, মামলা গেল CBI-এর হাতে। পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ। '৫ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই', এখনই CBI-কে কেস ডায়েরিকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ৩ সপ্তাহ পরে রাজ্য সরকারের রিপোর্ট তলবের নির্দেশ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE