Tab Scam : ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ এবার দক্ষিণ ২৪ পরগনাতেও, গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা
ABP Ananda Live : জেলায় জেলায় ট্যাব দুর্নীতি। এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। চলে গেছে বিহারে। গরমিলের পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুল। এছাড়া, জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাব নিয়ে অভিযোগের পাহাড় জমছে। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিতকুমার গুপ্ত।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের, পকসো আইনে মামলা রুজু। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে সঞ্জয় চক্রবর্তীকে। ১৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী।