Sitai News : সিতাইয়ে EVM কারচুপি ! এক ও দু'নম্বর বোতামে লাগানো টেপ, ছড়াল চাঞ্চল্য
ABP Ananda Live : ইভিএমে এক ও দু'নম্বর বোতামে টেপ লাগানো, দেখা যাচ্ছে না প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন। এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। সিতাইয়ের হোকদহ আদাবাড়ি শিশুশিক্ষা কেন্দ্রের ছয় বাই দু'নম্বর বুথের ঘটনা। টেপ খুললেন খোদ প্রিসাইডিং অফিসারই। তবুও কমিশনের অ্য়াকশন টেকেন রিপোর্টে থাকলই না টেপের উল্লেখ!
পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দিয়েছেন, ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে এরপর অনুমতি দেওয়া হবে না। বিকেলে শ্যামপুরে নির্ধারিত জায়গায় সভা করেন বিরোধী দলনেতা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তৃণমূল সাংসদ বুথ পরিদর্শন করে বেরিয়ে যেতেই বিজেপির পোলিং এজেন্টকে হুমকি দিলেন তৃণমূল নেতা। সিতাইয়ের গোসানিমারি বসেরটারি জুনিয়র হাইস্কুলের ১০৪ নম্বর বুথের ঘটনা। আধঘণ্টার মধ্যে বেরিয়ে যেতে হবে, না হলে মেরে বের করে দেব, বিজেপির পোলিং এজেন্টকে এভাবেই হুমকি দেন । সিতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমান।