Ekhon Kolkata (Seg 2): ভাদু খুন ও বগটুই হত্যাকাণ্ড, মূল অপরাধীদের খুঁজতে একইসঙ্গে তদন্ত প্রয়োজন: হাইকোর্ট।Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার পারস্পরিক সম্পর্ক রয়েছে। মূল অপরাধীদের খুঁজে বের করতে দুটি ঘটনার একইসঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন। আলাদা সংস্থা তদন্ত করলে, তা হত অসম্পূর্ণ। জানাল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, আগামী ২ মে-র মধ্যে বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুনের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট একইসঙ্গে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার পারস্পরিক সম্পর্ক রয়েছে। মূল অপরাধীদের খুঁজে বের করতে দুটি ঘটনার একইসঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন। আলাদা সংস্থা তদন্ত করলে, তা হত অসম্পূর্ণ। জানাল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে খুশি ভাদি শেখের স্ত্রী
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, খুব ভাল হয়েছে। এই জাহাজবাড়ি এখন ভাদুর বাড়ি, আনারুলের বাড়ি সব ঢুকবে। চিন্তার কোনও কারণ নেই। চড়াম চড়াম গুড় বাতাসা, এখন নাকে অক্সিজেন।