Tanmoy Bhattacharya: প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড সিপিএমের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ। দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময়কে সাসপেন্ড করল সিপিএম। সাসপেনশন প্রত্যাহারের ১ সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড। প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে ফের সাসপেন্ড প্রাক্তন বিধায়ক। তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করল সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। দলীয় তদন্ত শেষের পর তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ফের বর্ষীয়ান সিপিএম নেতাকে সাসপেন্ড করল দল। ৬ মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
আরও খবর...
তৃণমূল সাসপেন্ড করার পর যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ । তোলাবাজির অভিযোগ, বড়বাজারের যুব তৃণমূল নেতা সাসপেন্ড পোস্তা থানার পুলিশের হাতে গ্রেফতার । যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে পদ থেকে সরাল দল । দল বিরোধী কাজের অভিযোগ, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সাসপেন্ড । ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ । '৬ লক্ষের বিনিময়ে মামলার নিষ্পত্তির আশ্বাস যুব তৃণমূল নেতার' । ৬ লক্ষের দাবি, যুব তৃণমূল নেতাকে আড়াই লক্ষ দেওয়ার দাবি ব্যবসায়ীর । 'বড়বাজারে তারাসুন্দরী পার্কে টাকা নিতে নিজের অফিসে ডাকেন তরুণ তিওয়ারি' । অভিষেকের নাম করে ভয় দেখান তরুণ তিওয়ারি, অভিযোগ ব্যবসায়ীর । পোস্তা থানায় যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের ব্যবসায়ীর । 'অফিসে এসেছিল টাকাও দিয়েছিল, আমি নিইনি, আইনজীবী নিয়েছিল' । পরে জানা যায় ব্যবসায়ী প্রতারক, তখন টাকা ফেরত দিয়ে দিই' । ফাঁসানোর পাল্টা দাবি সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারির