Farakka News: ফরাক্কায় বেহাল রাস্তায় দুর্ঘটনা, বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফরাক্কায় বেহাল রাস্তায় দুর্ঘটনা, বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক । শুক্রবার দুর্ঘটনা, শনিবার এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক । ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে ঘিরে বিক্ষোভ । এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন গ্রামবাসীদের । বিধায়ককে ঘিরে বিক্ষোভের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল । শুক্রবার: খারাপ রাস্তায় গাড়ির ধাক্কায় জখম শিশুকন্যা
শনিবার আহত শিশুর বাড়িতে যান বিধায়ক মণিরুল ইসলাম । ফেরার পথে বিধায়ককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর
আরও খবর...
IIM জোকায় ধর্ষণের অভিযোগ, CC ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। রাস্তায় লাগানো CC ক্যামেরার তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে: সূত্র। ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, জানতে চায় পুলিশ। মনোবিদকে কে নিয়ে গেছিলেন, জানার চেষ্টা পুলিশের। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ, সেই রুম সিল। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। জোকার IIM ক্যাম্পাসে 'ধর্ষণ', তদন্তে সিট গঠন পুলিশের। ৯ সদস্যের সিট গঠন রাজ্য পুলিশের। অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে: সূত্র। IIM জোকায় কাউন্সেলিং করতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ। বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার IIM জোকার পড়ুয়া।



















