Kankurgachi: ফের কলকাতায় অগ্নিকাণ্ড, মধ্যরাতে কাঁকুড়গাছির লোহা পট্টিতে বিধ্বংসী আগুন
ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মধ্যরাতে কাঁকুড়গাছির লোহা পট্টিতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত একাধিক গুদাম। রাত দেড়টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় অনেক গুলি প্লাস্টিক ও লোহার গুদাম রয়েছে। গুদামগুলিতে প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে আগুনে কেউ আটকে পড়েননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, আর জি কর কাণ্ডে রাজ্যজুড়ে উঠছে প্রতিবাদের ঢেউ। প্রতিদিন আন্দোলনে উত্তাল হচ্ছে গলি থেকে রাজপথ। আর এরই মধ্যে মদন মিত্রের একের পর এক বক্তব্যে স্পষ্ট হচ্ছে, তৃণমূলের ভিতরে সব কিছু ঠিক নেই। তাঁর বক্তব্য, জাহাজ ডুবছে মনে করলে ইঁদুরগুলো সবার আগে লাফ দিয়ে পালায়। মদন মিত্রের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানান জল্পনা। এদিকে, সুখেন্দুশেখর রায়কে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন। তবে নাম না করেই।