Duttapukur Incident: বিস্ফোরণস্থল থেকে একটু দূরেই জোরকদমে চলছিল বাজি বানানোর কাজ। ABP Ananda Live
ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এবার দত্তপুকুরে। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু, দাবি স্থানীয়দের। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল একাধিক বাড়ি, ঘরের চালে মৃতদেহ!। বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত এলাকা। দত্তপুকুরের 'ভানু বাগ' কে? উঠে আসছে জোড়া নাম। আজিবর রহমান ও সামসুল আলির বিরুদ্ধে বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ। পুলিশ-প্রশাসনের মদতে বেআইনি বাজির কারবার, অভিযোগ স্থানীয়দের। এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বাজি কারখানা।খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সব জানতেন, দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। বেআইনি বাজি কারবারের কথা জানতেনই না বলে দাবি রথীন ঘোষের। এগরার ঘটনার পরও ফেরেনি হুঁশ, চোখে আঙুল দিয়ে দেখাল দত্তপুকুর । চলতি বছরের ১৬ মে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। ২২ মে বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয় । ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের