Ghatal Poster: ঘাটালের সাংসদ দেবের সফরের আগেই তাঁর নামে পড়ল পোস্টার
ABP Ananda LIVE: ঘাটালের সাংসদ দেবের সফরের আগেই তাঁর নামে পড়ল পোস্টার । চলতি বছরে চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ । আজ দেবের ঘাটাল সফরের আগেই বিভিন্ন এলাকায় তাঁর নামে পড়ল পোস্টার । পাশাপাশি সেচমন্ত্রী মানস ভুঁইয়ার নামেও পড়েছে পোস্টার ।ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট ও তাঁর কর্মী, সমর্থকেরা এই পোস্টার লাগান । ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তীব্র সমালোচনা বিজেপি বিধায়কের ।
পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই,SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ
অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।মামলাগুলি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 'এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে'। 'রাজ্যকে এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত'। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে, আদালতের মূল্যবান সময় বাঁচবে, মন্তব্য বিচারপতির। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৩ চিকিৎসক।


















