C V Ananda Bose: আচমকা অসুস্থ রাজ্যপাল, তাঁর অসুস্থতা নিয়ে চরমে রাজনৈতিক চাপানউতোর
ABP Ananda Live: আচমকা অসুস্থ রাজ্যপাল। আর এখন তাঁর অসুস্থতা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। সুকান্ত মজুমদার আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেন, দাঙ্গা কবলিত এলাকার পরিস্থিতি দেখেই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, তাঁর অফিস থেকে বলা হয়, মুর্শিদাবাদের এই দৃশ্য দেখে যাওয়ার পর রাজ্য়পাল ঘুমোতে পারেননি। আবার কুণাল ঘোষ আশঙ্কাপ্রকাশ করেছেন,পলিটিক্য়াল অ্য়াসাইনমেন্টের চাপ সামলাতে না পেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল? তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা বলছেন, এমনটা তো নয়, যে ওঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে?
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না SSC
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দফতরেই আটকে এসএসসির চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, "যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা।"






















