এক্সপ্লোর
Ground Zero : রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প অফিসের সিল খোলার আবেদন জানিয়ে আদালতে সিবিআই
রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প অফিসের সিল খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই। বগটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর, রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিস সিল করে দেয় CID। ক্যাম্প অফিসের সিল খুলে দেওয়ার আবেদন জানিয়ে এবার রামপুরহাট আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই শুনানি হবে। রামপুরহাট আদালতে উপস্থিত রয়েছেন DIG CID সোমা দাস মিত্র-সহ চার আধিকারিক।
জেলার
লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
আরও দেখুন




















