Haridebpur: হরিদেবপুরের ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর|Bangla News
হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিসি ক্যামেরায় দেখা যায়, বোমা, অস্ত্র উদ্ধারের দিনে, ২২ এপ্রিল রাতে দুই ব্যক্তি এসে প্রথমে অটোটিকে পরীক্ষা করে। এরপর এক ব্যক্তি গিয়ে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে খবর দেয়। তার সঙ্গে এসে অটোর মধ্যে বোমা, অস্ত্র দেখে যান টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা। ওইদিন কাউকে বিদায় জানাতে এসে গ্যারাজের কাছে অটোর সামনে দাঁড়িয়েছিলেন সাংসদ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর থানায় খবর যায়, অটোর মধ্যে গাঁজা রাখা আছে। পরে পুলিশ এসে অটো থেকে বোমা, গুলি উদ্ধার করে। সাংসদের বাড়ির ৫০ মিটারের মধ্যে ৪ দিন ধরে পড়ে ছিল বোমা-অস্ত্র বোঝাই অটো। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।