Haridebpur: হরিদেবপুরের ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর|Bangla News
হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিসি ক্যামেরায় দেখা যায়, বোমা, অস্ত্র উদ্ধারের দিনে, ২২ এপ্রিল রাতে দুই ব্যক্তি এসে প্রথমে অটোটিকে পরীক্ষা করে। এরপর এক ব্যক্তি গিয়ে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে খবর দেয়। তার সঙ্গে এসে অটোর মধ্যে বোমা, অস্ত্র দেখে যান টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা। ওইদিন কাউকে বিদায় জানাতে এসে গ্যারাজের কাছে অটোর সামনে দাঁড়িয়েছিলেন সাংসদ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর থানায় খবর যায়, অটোর মধ্যে গাঁজা রাখা আছে। পরে পুলিশ এসে অটো থেকে বোমা, গুলি উদ্ধার করে। সাংসদের বাড়ির ৫০ মিটারের মধ্যে ৪ দিন ধরে পড়ে ছিল বোমা-অস্ত্র বোঝাই অটো। পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
![BJP News: প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলায় ধৃত একজনের নামে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল NIA](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/710cf01e3e731e485f58410738b715e51739514449230968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata Book Fair: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কলমে ফুটে উঠল সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/6ab10f5581577e5a99b71fc32ec341b41739514170511968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Crime News:পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/0e735db32a470e485e2078df0110a9731739513163853968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: মালদায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকার মাদক | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/2d701bea1b926debd5ce2f9c21f2b59f1739512932782968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: গড়ফায় বাড়ির সামনে তরুণীর শ্লীলতাহানি। পুলিশের সামনেই অ্যাসিড হামলার হুমকির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/43799ebea4b92b5b7a570160be3926451739512613508968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)