Haripal News: আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের আবহে এবার হুগলির হরিপালে স্কুলছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। প্রায় ১৫ কিলোমিটার দূরে, রাস্তা থেকে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। নির্যাতিতার পরিবারের তরফে হরিপাল থানায় অভিযোগ দায়ের। পকসো আইনে মামলা রুজু, অভিযুক্তরা এখনও অধরা। রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখায় সিপিএম। আজ হরিপাল থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে SFI-DYFI ও সিপিএমের মহিলা সংগঠন।
আরও খবর, আর জি কর-কাণ্ডের এক মাসের মাথায় ফের 'রাত দখলের ডাক'। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ১ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় শুনানি। এই আবহে শুনানির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাতে নতুন কর্মসূচির ঘোষণা করা হল। নাম 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ‘বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক’ মঞ্চ গড়ার ডাক দিলেন ১৪ অগাস্টের রাত দখল কর্মসূচির আহ্বায়করা। কর্মসূচিতে পরামর্শদাতা হিসেবে থাকছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজ, ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)