(Source: ECI/ABP News/ABP Majha)
Hooghly News: হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে ধানের গুদাম! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ডোমকলে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে ধানের গুদাম! হাসপাতালের একটি ঘর দখল করে মজুত রয়েছে ধান, আলু হাসপাতালের ঘর দখল করে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হাসপাতালে ধান মজুত, দাবি সিভিক ভলান্টিয়ারের । BMOH-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি
আরও খবর..
রাজ্যে সক্রিয় আন্তঃরাজ্য শিশুপাচার চক্র। ২ দিনের শিশুকে পাচারের চেষ্টার অভিযোগ। ভিনরাজ্য থেকে সদ্যোজাতকে এনে পাচারের চেষ্টার অভিযোগে পাকড়াও ২। শালিমার স্টেশনের বাইরে থেকে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম মানিক হালদার ও মুকুল সরকার। সদ্যোজাতকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,' খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, ফিরে না আসার বহু ঘটনাই ঘটেছে। কিন্তু সেগুলি অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস পড়ে গিয়ে, কখনও ট্রেকিং করতে গিয়ে, মানুষ আর ফেরেনি। কিন্তু এক্ষেত্রে ঠিক কী কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।