এক্সপ্লোর
Uttarpara: হাসপাতালের দোতলার ওয়ার্ড থেকে নীচে পড়ে গেলেন রোগী, "ঠেলে ফেলে দিয়েছে", অভিযোগ রোগীর | Bangla News
হাসপাতালের দোতলার ওয়ার্ড থেকে নীচে পড়ে গেলেন রোগী। বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে উদ্ধার করেন অন্য রোগীর আত্মীয়রা। হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগী। গতকাল রাত ১১টা নাগাদ তাঁকে একতলায় নর্দমার মধ্যে পড়ে থাকতে দেখেন অন্য রোগীর আত্মীয়রা। হাতে লাগানো ছিল স্যালাইনের চ্যানেল। রোগীর অভিযোগ, দোতলার ওয়ার্ড থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রোগী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও দেখুন






















