Child Trafficking :আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য, ফেসবুক গ্রুপের মাধ্যমে চলত চক্র
ABP Ananda Live : আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য। ফেসবুকে 'চাইল্ড অ্যাডাপশন গ্রুপ' বলে একটি গ্রুপ খোলা হয়। সেই গ্রুপের মাধ্যমেই চলত এই পাচার চক্র। পুলিশ সূত্রে খবর যারা বেআইনি শিহু ক্রয় করতেন তারা এই গ্রুপে যোগাযোগ করতেন। আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস সিআইডি-র। NGO-র সাহায্যে ফাঁদ পেতে হাতেনাতে পাকড়াও ঠাকুরপুকুরের দম্পতি। উদ্ধার পাটনা থেকে আনা ২ দিনের শিশুকন্যা।
আরও খবর, বনগাঁয় চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে বনগাঁ থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতার হাসপাতালে। ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিচালনার পিছনে ব্যবসায়িক শত্রুতা না অন্য কিছু, প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে পুলিশ। এবার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভোট প্রচারের অভিযোগ। 'তালডাংরায় উপনির্বাচনের প্রচারে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার তৃণমূলের'। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'সিভিক ভলান্টিয়ার প্রচার করছেন, এমন কোনও তথ্য পাইনি', ঘটনার রিপোর্ট চেয়েছি, জানালেন বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি।